কমলনগর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরের বাড়ি-বাড়ি গিয়ে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে ছাত্রলীগ।
বুধবার (১০ জানুয়ারি) বিকালে তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ চরাঞ্চলের হতদরিদ্র ও নদী ভাঙনের শিকার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় নুরবানু নামের এক বৃদ্ধাকে ১ বস্তা চাল দিয়ে সহায়তা করেন তারা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালেও একইভাবে ছাত্রলীগ কম্বল বিতরণ করবে।
এসময় উপস্থিত ছিলেন তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানজুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক মামুন হোসেন, ছাত্রলীগ নেতা হারুন, সারওয়ার, রাজু সুলতান, ওমর ফারুক, সোহেল, রাকিব, রিয়াজ, সজিব, অপি ও আলমগীর প্রমুখ।
ছাত্রলীগ নেতা রুবেল জানান, ছাত্রলীগ সবসময় মানবতার কল্যাণে কাজ করে। আমরা তোরাবগঞ্জ ইউনিয়র ছাত্রলীগ শীতার্তদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। যে কোনো দুর্যোগে অসহায়দের পাশে থাকবে ছাত্রলীগ।
ছাত্রলীগ নেতারা বাড়ি-বাড়ি গিয়ে অসহায়দের খুঁজে শীত নিবারণের জন্য কম্বল বিতরণের এমন উদ্যোগে রাজনৈতিক সচেতনরা স্বাগত জানিয়েছেন।
