নিজস্ব প্রতিবেদক : ওরা অসহায়দের পরম বন্ধু। তারা দুর্যোগে পাড়া-প্রতিবেশী ও স্থানীয় দরিদ্র অসহায় পারিবারের পাশে দাঁড়ায়। প্রাণঘাতী মহামারি করোনা পরিস্থিতিতে খাদ্য সহায়তা দিয়ে গরীব মানুষের মুখে হাসি ফোটায়। তাদের সহায়তায় রাতের আধারে মধ্যবিত্তদের ঘরে-ঘরে পৌঁছে দেওয়া হয়েছে চাল-ডাল তেল আলু পেয়াজ লবন সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ওরা এখন সবার কাছে প্রিয় মুখ। বলছিলাম প্রচারবিমুখ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা ইতালি প্রবাসী জসিম উদ্দিন পিন্টু, কাতার প্রবাসী তারেক সুমন ও সৌদি প্রবাসী চর ফলকন গ্রামের ইরাকি মমিনের ছেলে সৌরভসহ কয়েকজন প্রবাসীর কথা। অসহায়দের পাশে দাঁড়াতে উদ্যোগটা নিয়েছে কয়েকজন স্থানীয় তরুন। তারা হলেন উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী রুবেল, উপকূল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন রাজু, ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী এমরান হোসেন নিখিল ও চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ছাত্র জাকির হোসেন । এদের উদ্যোগে প্রবাসী ও স্থানীয় আরও কয়েক জনের সহযোগীতায় অসহায় ও মধ্যবিত্তদের মাঝে প্রায় ৮০০ প্যাকেট খাদ্যসামগ্রী এবং নগদ টাকা উপহার দেওয়া হয়েছে। এতে ব্যায় হয়েছে প্রায় ৯ লাখ টাকা। অসহায়দের মুখে হাসি ফোটাতে এমন উপহার প্রদান অব্যাহত থাকবে।সহায়তার হাত বাড়িছেন আরও কয়েকজন প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ী তারা হলেন- দুবাই প্রবাসী আহাম্মদ হোসাইন, সৌদি প্রবাসী নিজাম, জুয়েল, কাতার প্রবাসী আরাফাত, ওমান প্রবাসী হেলাল, রুবেল, জাকির, মিয়াপাড়া এলাকার মুজাহিদ, চর লরেন্স এলাকার শাহিন, চর জাঙ্গালিয়া গ্রামের মোস্তফা সারওয়ার, সোহেল, বশির, জমিদারহাট এলাকার বাসিন্দা মোহসেন সুমন, আমিনুল ইসলাম মিল্লাত, চর বাদাম এলাকার বাসিন্দা মান্নান চৌধুরী, মানিক চৌধুরী, এছাড়াও হাজিরহাটের ব্যবসায়ী রিপাত, শরিফ ও তারেক আজিজসহ আরও কয়েকজন। এদের সঙ্গে আছেন স্থানীয় একজন সাংবাদিকও।
স্বেচ্ছাসেবক হিসাবে সহযোগীতা করছে নাহিদ, নাহাদি, শামিম, সাকিল, রায়হান, বিপ্লব, নাহিদ-২, তুষারসহ স্থানীয় তরুনরা। যারা টাকা দিয়ে সহযোগীতা করছেন এবং যারা উদ্যোগ নিয়ে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা সবই প্রচারবিমুখ। তারা গোপনে দান অনুদান ও বিতরণ করছেন।
প্রবাসী প্রিয়মুখ, করোনা দুর্যোগে ওরা অসহায়দের পাশে
