রবিবার, ৪ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

নিজের টাকায় ১১৭ গভীর নলকূপ বিতরণ এমপি নয়নের

নিজের টাকায় ১১৭ গভীর নলকূপ বিতরণ এমপি নয়নের

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন তার নির্বাচনী এলাকায় বিনামূল্যে ১১৭টি গভীর নলকূপ স্থাপন করছেন। প্রতিটি গভীর নলকূপের জন্য সরকারি বরাদ্দ ৭৫ থেকে ৮০ হাজার টাকা। উপকারভোগীরা এ সুবিধা নিতে প্রতিটি গভীর নলকূপের জন্য সরকারি ফি ৭ হাজার টাকা করে জমা দেওয়ার কথা। এমপি নয়ন নিজের ব্যক্তিগত অর্থ থেকে সরকারি ফি (কন্ট্রিবিউশন মানি) পরিশোধ করেন। ৭ হাজার টাকা করে ১১৭ জনের মোট হিসাবে ৮ লাখ ১৯ হাজার টাকা ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সরকারি কোষাগারে পরিশোধ করেছেন এমপি। গভীর নলকূপ স্থাপনের স্থানীয় বাস্তবায়ন সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলীর অনুকূলে বৃহস্পতিবার এমপি নয়ন ব্যক্তিগত অ্যাকাউন্টের চেকের মাধ্যমে তা জমা দেন। তার এমন ব্যতিক্রমী উদ্যোগ স্বাগত জানিয়ে তার নির্বাচনী এলাকার জনগণ বলেছেন, জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন এমপি নয়ন। জনসেবায় তিনি নবদিগন্তের সূচনা করলেন। এই প্রথম কোনো এমপি নিজ সংসদীয় এলাকায় সরকারি বরাদ্দকৃত গভীর নলকূপের জন্য সরকারি ফি নিজস্ব অর্থায়নে পরিশোধ করে জনগণের পানির ব্যবস্থা করলেন। লক্ষ্মীপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, এমপি নিজেই উপকারভোগীদের সরকারি ফি জমা দেওয়ার বিষয়টি বিরল। লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, প্রশংসা পাওয়ার জন্য নয়। নির্বাচনী ওয়াদা পূরণের জন্যই ব্যক্তিগত তহবিল থেকে এ টাকা জমা দিয়েছি।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap