নিজস্ব প্রতিবেদক : কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিসহ নানা আয়োজনে লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনব্যাপী জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নেতাকর্মীরা।
এরআগে রাত ১২ টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দলীয় নেতাকর্মীদের মাঝে পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের আয়োজনে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে সকালে শহরের উত্তর তেহমুনী এলাকা থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর উপজেলা ও লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ শাখা কমিটিসহ জেলাব্যাপী বিভিন্ন ইউনিট নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছে।
