নতুন প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচাপতি নিয়োগের ফাইলে সাক্ষর করেছেন। এখন আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারির প্রক্রিয়া চলছে।’
এদিকে শনিবার সন্ধ্যা সাতটায় নতুন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেন শপথ নিতে পারেন বলে অসমর্থিত একটি সূত্রে জানা গেছে।
নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
