শনিবার, ১ এপ্রিল ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

ধর্ষণে ব্যর্থ হয়ে কমলনগরে গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ

ধর্ষণে ব্যর্থ হয়ে কমলনগরে গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে ইটভাটার শ্রমিক অভিযুক্ত মো. হারুনের (২৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকে ওই শ্রমিক পলাতক রয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুুরে পুলিশ জানিয়েছে, গৃহবধূকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পরীক্ষা ও চিকিৎসার জন্য পাঠানো হবে। এরআগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চর পাগলা গ্রামে এসিড নিক্ষেপের ঘটনাটি ঘটে। এরপর স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে থানা পুলিশকে জানানো হয়নি। একদিন পর শুক্রবার (২২ ডিসেম্বর) খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। গৃহবধূর স্বামী এলাকার বাইরে ইটভাটার শ্রমিকের কাজ করেন। অভিযুক্ত হারুন চর পাগলা গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনিও ইটভাটার শ্রমিক। গৃহবধূ ও তার স্বজনদের অভিযোগ, হারুন বৃহস্পতিবার রাতে কৌশলে গৃহবধূর ঘরে ঢুকে কু-প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় একটি মহল বিষয়টি থানা পুলিশকে না জানিয়ে এলাকায় প্রাথমিক চিকিৎসা করায়। এসময় ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । অভিযুক্ত হারুন বলেন, আমাকে ওই বাড়িতে ডেকে নেওয়া হয়। ধর্ষণ চেষ্টা ও এসিড নিক্ষেপের বিষয়টি সত্য নয়। কমলনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তার কপালের কিছু অংশে কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারির পানি নিক্ষেপ করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরিক্ষার পর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত হারুনকে আটকের চেষ্টা চলছে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap