রবিবার, ৪ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

দেশে মোবাইল গ্রাহক সাড়ে ১৪ কোটি

দেশে মোবাইল গ্রাহক সাড়ে ১৪ কোটি

ষোল কোটি মানুষের বাংলাদেশে মোবাইল সিমের সংখ্যা সাড়ে ১৪ কোটি ছাড়িয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিটিআরসির হিসাবে দেশে এখন ১৪ কোটি ৫১ লাখ ১১ হাজার সক্রিয় গ্রাহক রয়েছেন।গেল নভেম্বরে প্রথমবারের মতো দেশে মোবাইলের গ্রাহক সংখ্যা ১২ কোটি ছাড়ায়। বিটিআরসির ওই হিসাবে দেখা যাচ্ছে, সবচেয় বেশি গ্রাহক সংখ্যা গ্রামীণফোনের। তাদের গ্রাহক সংখ্যা ৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার। গ্রামীণফোনের পরেই ৪ কোটি ২৯ লাখ ৮ হাজার গ্রাহক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি। আর তৃতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক। তাদের গ্রাহক সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ৮৪ হাজার। দেশের একমাত্র সরকারি মোবাইল অপরেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ৪৪ লাখ ৯৪ হাজার; যা আগের মাসে ছিল ৩২ লাখ ৪১ হাজার। ৯০ দিনের মধ্যে যেসব গ্রাহক ডাটা, ভয়েস অথবা এসএমএস বা অন্যান্য কিছু ব্যবহার করেন তাদের সক্রিয় গ্রাহক বিবেচনা করে বিটিআরসি।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap