লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকিল আল ইসলামসহ চার জনের একটি দল (কুইক রেসপন্স টিম)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে রোগী বাড়ি যাচ্ছিলেন। পথেই কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন। এসময় চিকিৎসকরা ঝড়ে পড়ে থাকা গাছ সরিয়ে সড়ক চলাচলের উপযোগী করে দ্রুত ছুঁটে যান রোগী বাড়ি। ওই দলে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. দাউদ সিদ্দিকীও ছিলেন।
ঝড়েও থামলেন না কমলনগরের চিকিৎসকরা
