নিজস্ব প্রতিবেদক : জ্বর হলেই হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকিল আল ইসলাম। ডা. আকিল বলেন, করোনার এমন পরিস্থিতিতে অন্য কোন উপসর্গ যেমন সর্দি-কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট থাকুক আর না থাকুক; জ্বর হলেই হোম আইসোলেশনে থাকুন। করোনা আক্রান্তদের অন্য কোনো উপসর্গ নাও থাকতে পারে।
তিনি আরও বলেন, গত কয়েকদিনে অনেক জ্বরের রোগীর কল পেয়েছি। তাদের ৮০ ভাগ রোগীকে অনুরোধ করার পরেও করোনা পরীক্ষা করায়নি। বাকি ২০ ভাগ যারা করিয়েছেন সবার করোনা পজেটিভ এসেছে। তাই বলছি জ্বর হলে প্যারাসিটামল খেয়ে অফিস করা তো দুরের কথা, ওষুধ কিনতেও যাবেন না। নিজের পরিবারের সদস্যদের থেকেও দূরত্ব বজায় থাকবেন। জ্বর ভালো হওয়ার তিনদিন পর বাড়ি থেকে বের হবেন। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।
জ্বর হলেই হোম আইসোলেশনে থাকুন : ডা. আকিল
