জেএসসি-জেডিসির ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।
সেদিন বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেবেন বলে জানান শিক্ষামন্ত্রী।পরে সচিবালয়ের সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
এবারের জেএসসি-জেডিসিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন।
জেএসসি-জেডিসির ফল ৩০ ডিসেম্বর
