রবিবার, ৪ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

জনগণের সম্পৃক্ততায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে : এ্যানি

জনগণের সম্পৃক্ততায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে : এ্যানি

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধিনে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন দিতে হবে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপি নেতা এানি বলেন, বিএনপির কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ। খালেদা জিয়ার নির্দেশে আগামি দিনগুলোতেও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। যেন আমরা লক্ষ্যে পৌঁছতে পারি। আমাদের লক্ষ্য নেত্রীকে মুক্ত করা এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন করা। জনগণের সম্পৃক্ততায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, খালেদা জিয়াকে ভুয়া, জাল নথির মাধ্যমে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীপুরসহ সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি। এসময় বক্তব্য রাখেন জেল বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এরআগে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এ্যানি চৌধুরী জেলা প্রশাসক অঞ্জন পাল চৌধুরীর নিকট খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap