নিজস্ব প্রতিবেক :
লক্ষ্মীপুর : চাকরী জাতীয় করণের দাবিতে তিনদিন ধরে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন।
সোমবার (২২ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছে সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সভাপতি রতন চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক স্বপ্নিল সৌরভ, সমন্বয়কারী শরীফ হোসাইন সুমন, ফারক হোসেন, হেলথ প্রোভাইডার ফারুক হোসেন ও কাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হেলথ প্রোভাইডারদের চাকরি জাতীয়করণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও হুশিয়ারী দেন বক্তারা।