চন্দ্রগঞ্জ : চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির-উজ-জামান লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ ওসি মো. মোক্তার হোসেনের হাতে পুরস্কার তুলে দেন।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।
মোক্তার হোসেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিসহ সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলার উন্নয়নে অবদান রাখেন তিনি। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সার্বিক মূল্যায়নে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনোয়ার হোসেন।
চন্দ্রগঞ্জের ওসি মোক্তার পেলেন শ্রেষ্ঠত্বের পুরস্কার
