শনিবার, ১ এপ্রিল ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামাচ্ছে শীত

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামাচ্ছে শীত

কয়েকদিন ধরে রাতে শিশির, ভোরে কুয়াশা। শীতটা টের পাওয়া যাচ্ছে একটু একটু করে। তবে আজকের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যেন স্পষ্ট করে জানিয়ে দিলো, শীতের হলো শুরু। আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টিই শীতকে পথ দেখাবে।
আজ সকালের বৃষ্টিতে  রীতিমতো বর্ষার চেহারা পেয়েছে। ছাতা হাতে বের হচ্ছেন । বিপাকে পড়তে হয় অফিসগামী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের। ছিন্নমূল পথশিশু ও মানুষদের ভোগান্তিও বেড়েছে কয়েকগুন। তাদের ভাসমান আবাসস্থল ভিজে গেছে বৃষ্টিতে, সেই সঙ্গে হিমেল হাওয়া কাঁপুনি দিয়ে যাচ্ছে তাদের।  
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap