খেলা প্রতিবেদক: জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ পারফরমেন্সের ভিওিতে ২০১৭ সালের সেরা ওয়ানডে একাদশ গঠন করেছে। একাদশ নির্বাচন করেছেন ভয়েস অফ ক্রিকেট খ্যাত জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
একাদশে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এছাড়াও একাদশে রয়েছেন ভারতের ৫ জন, ইংলান্ডের ২ জন, দক্ষিণ আফিকার ১ জন, পাকিস্তানের ১ জন ও আফগানিস্তানের ১ জন খেলোয়াড়।
ক্রিকবাজের বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, এম এস ধোনি (উইকেট কিপার), বেন স্টোকস, সাকিব আল হাসান, রাশিদ খান, জাস্পিত বুমরা, লিয়াম প্ল্যাংকেট, হাসান আলি।
ক্রিকবাজের বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব
