কাজী মুহাম্মদ ইউনুছ : লক্ষ্মীপুরের কমলনগরে করোনায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মো. সিরাজ উদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) দুপুর দু'টায় রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিরাজ উদ্দিন উপজেলার চর লরেন্স ইউনিয়নের ফজলুল হক মাস্টার বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।
অফিস সহায়ক সিরাজ উদ্দিন বিগত একমাস ধরে করোনা আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অবস্থার উন্নতি না হওয়ায়; উন্নত চিকিৎসার জন্য রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের করোনা আক্রান্ত হয়ে অফিস সহায়কের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেন। এছাড়া শোক প্রকাশ করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মঞ্জু, মেডিকেল অফিসাার ডা. রেজাউল করিম রাজিব, ডা. আকিল আল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।