নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা গ্রামপুলিশের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মো. ইসমাইল (হাজিরহাট), সম্পাদক পদে শব্দর আলী (ফলকন) মনোনিত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে কমলনগর থানা প্রাঙ্গনে এই কমিটি ঘোষণা করা হয়।
গ্রামপুলিশ কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন (পাটারিরহাট), সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন (চর কাদিরা), সহ- সাধারণ সম্পাদক মো. মিজান (ফলকন), সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল (তোরাবগঞ্জ), কোষাধ্যক্ষ মো. মোক্তার হোসেন (হাজিরহাট) কার্যকারী সদস্য- মো. সফিক (চর লরেন্স), মো. আবদুল মালেক (পাটারিরহাট), মো. মিল্লাত হোসেন (ফলকন) মো. ইউছুফ (হাজিরহাট)।
কমটি ঘোষণা করেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা গ্রামপুলিশের সভাপতি মো. তাজল ইসলাম, সাংবাদিক এমএ মজিদ ও আমজাদ হোসেন আমু।
প্রসঙ্গত, কমলনগর উপজেলার ৯ ইউনিয়নে মোট ৯০জন গ্রাম পুলিশ রয়েছেন। তাদের মধ্য থেকে ১১ সদস্যের কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমলনগর গ্রামপুলিশ কমিটির সভাপতি ইসমাইল, সম্পাদক শব্দর আলী
