নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলগরের প্রবাসীদের সংগঠন ‘কমলনগর ইউরোপিয়ান ইউনিটি’ করোনার এমন পরিস্থিতিতে নদী ভাঙা ও কর্মহীন অসহায় মানুষকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে। ঈদের আগে ও পরে এক সপ্তাহ ধরে উপজেলার চরফলকন, সাহেবরহাট, পাটারিরহাট, হাজিরহাট ও লরেন্সর এলাকার দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এ নগদ টাকা দেওয়া হয়। নগদ টাকা দিয়ে ঈদে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন যারা; তারা হলেন জার্মান প্রবাসী হাজিরহাটের শিপন মাহমুদ, ফ্রান্স প্রবাসী মিয়াপাড়ার কাউসার রনি, জাঙ্গালিয়া করুনানগর এলাকার মোহাম্মদ ইব্রাহীম, চর জাঙ্গালিয়া লরেন্স এলাকার মাহমুদুল হাসান জুয়েল, কাদির পন্ডিতেরহাটের লন্ডন প্রবাসী মাহফুজুর রহমান, আয়ারল্যান্ড প্রবাসী হাজিরহাটের আবু সালেহ মাহমুদ রুবেল, জার্মান প্রবাসী আকরাম হোসেন সনি ও রিয়াজ মাহমুদ সুমন। ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সংগঠন ‘কমলনগর ইউরোপিয়ান ইউনিটির’ কয়েকজন অসহায় ও কর্মহীন মানুষের কথা চিন্তা করে নগদ টাকা পাঠান। তাদেরই নির্দেশনা স্বজনদের সহযোগীতায় ওই টাকা তালিকা করে ঘরে ঘরে পৌছে দেওয়া হয়। ইউনিটির অন্যান্য সদস্যরাও পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়দের পাশে দাঁড়াবেন।
‘কমলনগর ইউরোপিয়ান ইউনিটি’ অসহায়দের পাশে
