লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ৩দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে ।
আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর বৃহস্পতি, শুক্রবার ও শনিবার এ মাহফিল অনুষ্ঠিত হইবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাসুল পাক (সা.) বংশধর চট্রগ্রাম আন্দার কিল্লা জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত আল্লামা সাইয়েদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী।
বিশেষ অতিথি পীর সাহেব বরগুনা হযরত মাওলানা হেলাল উদ্দিন ওসমানী, মাওলানা ইছমাইল, ভোলার প্রখ্যাত ওয়ায়েজিন মাওলানা ইয়াকুব শরীফসহ আরও দেশ বরেন্য ওয়ায়েজিনগন। সভাপতিত্ব করবেন হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি (প্রস্তাবিত কামিল) মাদ্রাসার অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী।
কমলনগরে ৩দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল
