নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে ট্র্যাক্টর ট্রলি ও ব্যাটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে খালে পড়ে শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরও চার জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে ফজুমিয়ারহাট-করুনানগর সড়কের (বেড়ির রাস্তা) চরঠিকা মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ দুর্র্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর আন্ডার চর এলাকার আলী আযমের ছেলে হারুনুর রশিদ (৪৫), আবুল কালামের স্ত্রী আমেনা বেগম (৬০) ও শিশু রিংকু (৪)। আহত ও নিহতরা একে-অপরের আতœীয়-স্বজন। তারা ফজুমিয়ারহাট এলাকায় আতœীর বাড়িতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী আহত মারজাহান জানান, লাড়কি বোঝাই একটি ট্র্যাক্টর ট্রলি চাপা দিলে তারা অটোরিকশাসহ খালে পড়েন। এসময় ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্রবিশ্বাস বলেন, দুর্ঘটানায় ঘটনাস্থলে শিশুসহ দুইজন; হাসপাতালে নেওয়ার পথে আহত আরও একনারীর মৃত্যু হয়েছে।
কমলনগরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত-৩, আহত-৪
