নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগরে ২০ মামলার আসামি শিবির নেতা আবদুল আহাদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাকে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে।
এরআগে শুক্রবার (৫ জানুয়ারি) রাতে পাটারিরহাট ইউনিয়ন থেকে আহাদকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা শিবিরের সাবেক সভাপতি ছিলেন। সে একই ইউনিয়নের বশির আহাম্মদের ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আহাদের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। এসব মামলার অধিকাংশই নাশকতার। ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কমলনগরে শিবির নেতা আহাদ গ্রেফতার
