নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে প্রয়াত আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম এমপি ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে হাজিরহাট মিল্লাত একাডেমী মাঠে 'হাজিরহাট ক্লাব' এ টুর্নামেন্টের আয়োজন করে। অর্থায়ন করে উপজেলা ক্রীড়া সংস্থা।
প্রীতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হাজিরহাট ক্লাব। রানার্সআপ হয়েছে ওয়ারিয়ার্স ক্লাব।
খেলা শেষে পুরস্ককার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম দোলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকিল আল ইসলাম, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান। এছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাজিরহাট ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
এসময় অতিথিরা বিজয়ী দলের দলনেতা মো. ইলিয়াসের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তোলে দেন।
হাজিরহাট ক্লাবের সভাপতি রিয়াজ মাহমুদ সুমন বলেন, প্রয়াত আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম এমপি'র স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গুণীজনদের স্মরণে এমন আয়োজন অব্যাহত থাকবে।
কমলনগরে ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল ও পুরস্কার বিতরণ
