নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার চর ফলকন ও সাহেবেরহাট ইউনিয়নে মেঘনা নদীর ভাঙন কবলিত ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় এসব খাদ্যসামাগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ডাল চিড়া লবণ তেলসহ মোট ৫০০ প্যাকেট শুকনো খাবার পৌঁছে দেন। এরআগে ১৫ টন চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, চর ফলকন ইউনিয়নের চেয়ারম্যান হাজী হারুন অর রশিদ ও সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের।
কমলনগরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেয়েছেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা
