মঙ্গলবার, ৬ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

কমলনগরে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত

কমলনগরে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত

নিজস্ব প্রতিবেদক :  লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এতে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সহ-সভাপতি মো. রাশেদুল ইসলাম আহত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার করইতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে। জেলা যুবদলের সদস্য সেলিম জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু রামগতি থেকে ঢাকা ফেরার পথে কমলনগরের করইতলা বাজারে পৌঁছলে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তার সাথে সাক্ষাত করেন। বাবুকে বিদায় দেওয়ার পর হঠাৎ করে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলের ওপর হামলা করে। এতে ছাত্রদল নেতা রাশেদ আহত হয়। পরে করইতলা বাজার কমিটির লোকজন পরিস্থিতি স্বাভাবিক করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাঈন উদ্দিন বলেন, কে বা কারা ছাত্রদলের নেতাকর্মীর ওপর হামলা করেছে; বিষয়টি আমার জানা নেই। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি অবগত নয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap