মঙ্গলবার, ৬ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

কমলনগরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

কমলনগরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে পরকিয়ার জের ধরে নাহার বেগম (৩০) নামের এক গৃহবধূকে স্বামী মো. ফিরোজ হত্যা করে ঝুঁলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পাটারিরহাট ইউনিয়নের দক্ষিণ চর ফলকন গ্রামের ইসলামগঞ্জ এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত স্বামী ফিরোজ পাটারিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে। ১০ বছর আগে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের মেয়ে নাহার বেগমের সঙ্গে ফিরোজের বিয়ে হয়। নাহার ৩ সন্তানের জননী ছিলেন। নিহতের বাবা মোহাম্মদ হোসেনের অভিযোগ, পরকিয়ায় বাধা দেওয়ায় তার মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সথে ঝুঁলিয়ে রেখে পালিয়ে যায় স্বামী। কমলনগর থানার উপ পরির্দশক (এসআই) মো. জহির বলেন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap