নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে কৃতি ফুটবল খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিয়াপাড়া সকার ক্লাব সংবর্ধনার আয়োজন করে।
স্থানীয় শিক্ষানুরাগী মাস্টার আলতাফ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, কমলনগর ক্লাবস ইউনিটির সভাপতি সাজ্জাদুর রহমান, ফুটবল উন্নয়ন সমিতি কমলনগর শাখার সভাপতি মো. ইলিয়াস হোসেন, ক্লাবস ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম ও ক্লাবের উপদেষ্টা আবু সুফিয়ান মাহমুদ সুজন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিয়াপাড়া সকার ক্লাবের সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন মাহমুদ শিবলু, হাজিরহাট ক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও ক্লাবের সদস্য সজিব আল মারুফ।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য হাসান মাহমুদ আপেল, মাহে আলম শামিম, মনোয়ার হোসেন মনু, ইকবাল হোসেন, নুরনবী, আবদুল মান্নান, সজিব, রায়হান, সোহেল, সুমন, মাছুম, রিয়াজ, মাসুদ ও বাকের।
সম্প্রতি মিয়াপাড়া সকার ক্লাবের খোলোয়াড়রা ফুটবল টুর্নামেন্টে কৃতিত্ব অর্জন করায় করায় ক্লাবের পক্ষে থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
কমলনগরে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
