নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরের সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান ঈদ উপহার দিয়েছেন। শুক্রবার (২২ মে) বিকেলে কমলনগর উপজেলার নিজ বাসভবনে মাওলানা আবুল খায়েরের হাতে ইমাম-মুয়াজ্জিনের জন্য ঈদ উপহার (নগদ টাকা) তোলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কাদের, বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুলহুদা চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ইউসুফ পাটয়ারী, সাহাবুদ্দিন রনি, আবু সায়েদ দোলন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন হাওলাদার, রাহাতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কমলনগরের ইমাম-মুয়াজ্জিনকে সাবেক এমপি নিজানের উপহার
