নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা প্রবাসী ব্যবসায়ী আলাউদ্দিন সুজন করোনার এ দুর্যোগে দক্ষিণ আফ্রিকার দরিদ্র অসহায়দের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িছেন। ওই দেশের সত্তরাগান নর্থ ওয়েস্ট শহরে ২০০ গরীব পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন। তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আলাউদ্দিন সুজন উপজেলার চর লরেন্স ইউনিয়নের ২ নম্বর ওর্য়াডের হাজীপাড়া এলাকার বাসিন্দা।তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজকর্মী। তিনি যে কোনো দুর্যোগে দেশে-বিদেশে অসহায়দের পাশে দাঁড়ান।
তার বন্ধু সোলায়মান চৌধুরী মেঘনারপাড়কে বলেন, আলাউদ্দিন সুজন একজন উত্তম মনের মানুষ। সেই ছাত্রজীবন থেকেই সুজন বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াতো; সবসময় মানুষের কল্যাণে কাজ করতো। বিদেশ গিয়েও দেশের মানুষের কথা ভাবেন। নিয়োমিত এলাকার খোঁজ খরব রাখেন। সুখে-দুঃখে মানুষের পাশে থাকেন। করোনার এই দুর্যোগ মুহূর্তে আফ্রিকার দরিদ্রদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে বাংলাদেশের ভাবমুর্তী বিদেশে উজ্জ্বল করেছে সুজন।

