নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরের বাসায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বিএনপি’র মহসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, সোমবার (১৮ ডিসেম্বর) রাতে এ্যানীর লক্ষ্মীপুরের বাস ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি ।
সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরের বাসায় হামলার ঘটনা ঘটে। এসময় বাসায় ইট-পাটকেল ছোঁড়া হয়।
এছাড়া আশপাশে ঝুলানো ব্যানার-পেস্টুন ভাঙচুর করে ছেঁড়ে ফেলে। ইট-পাটকেল ছোঁড়া হলে ওই বাসায় উপস্থিত থাকা যুবদল-ছাত্রদল নেতাকর্মীরা ও বাসার ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে হামলার ঘটনায় কেউ আহত হয়নি। ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলার চালিয়েছে বলে অভিযোগ বিএনপির।
