শনিবার, ১ এপ্রিল ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

ঋতুর সঙ্গে মানুষের মনের রঙও বদলায় : রামেন্দু মজুমদার

ঋতুর সঙ্গে মানুষের মনের রঙও বদলায় : রামেন্দু মজুমদার

নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাট্য সংস্থার (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার বলেছেন, ঋতুতে নয়, বসন্ত হচ্ছে মনে। মনের বসন্তে জাগ্রত থাকলে পৃথিবীটা অনেক সুন্দর হবে। ঋতুর সঙ্গে মানুষের মনের রঙও বদলায়। এসব উৎসবের মাঝে প্রেরণা, মানবতাবোধ, অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হয়। এ গুরুত্বপূর্ণ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও বাঙ্গালী জাতীর ঐতিহ্য ফিরে আসছে। এজন্য মানুষের মন প্রসারিত হয়। লক্ষ্মীপুর সরকারি কলেজে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঙ্গালীর ঐতিহ্যকে লালন করে অনুষ্ঠানে সকাল থেকে আনন্দ-উচ্ছাসে গানের সুরে, নৃত্যের তাল আর বাদ্যের ঝংকারে মুখরিত হয়ে উঠে পুরো ক্যম্পাস। এতে নতুন সাজে তরুণ-তরুণীরা অংশ নেয়। কলেজ প্রাঙ্গনকে সাজানো হয় বর্ণিল ফুলের সাজে। এ উৎসবকে ঘিরে ২০টি স্টলে বিভিন্ন নকশার মজাদার পিঠার ফসরা সাজানো হয়। কয়েকজন শিক্ষার্থীরা জানায়, পুরনো দিনের গ্লানি ভুলে তারা উৎসবে মেতেছেন। বাঙ্গালীর এ গুরুত্বপূর্ন সংস্কৃতির মাধ্যমে নতুন প্রজম্মের মনে প্রকৃতি ও বাস্ততাবোধ কাজ করে। এতে নতুন করে প্রকৃতির সঙ্গে নিজেদের বদলাতে বর্ণিল সাজে তারা সেজেছেন। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন ও বসন্ত বরণ উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ মাহবুবে এলাহীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap