নিজস্ব সংবাদদাতা :
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ৪০০ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান এমরান হোসেন নান্নু অসহায়দের হাতে খাদ্যসামগ্রীগুলো তুলে দেয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মাহবুবুর রহমান, ট্যাগ অফিসার মাধব চন্দ্র মজুমদার, প্রত্যেকটি ওয়ার্ডের ইউপি সদস্য ও ত্রাণ কমিটির সদস্যরা।
সূত্র জানায়, করোনার দুর্দিনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষগুলোর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উত্তর হামছাদী ইউনিয়নে ১৮ টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছ। পঞ্চম পর্যায়ে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে ১০ কেজি চাল, এক কেজি আলু ও একটি করে সাবান রয়েছে।
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার সুষ্ঠুভাবে অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি। সরকারি বরাদ্দ অনুযায়ী আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।