নিজস্ব প্রতিবেদ
লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুরে হযরত শাহমিরান (রহ:) মাদ্রাসার উদ্যোগে বুধবার এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট কলামিস্ট আলহাজ্ব সৈয়দ মোজাম্মেল হক মিলনের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে হযরত শাহমিরান মাজার কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন কোরআন-হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ফরজ এবাদতের পাশাপাশি সৎকর্ম অর্থাৎ জনকল্যাণে কাজ করে সেই অছিলায় আল্লাহ্র কাছে প্রার্থনা করলে আল্লাহ্ সেই দোয়া কবুল করেন।
তিনি আরো বলেন, খতিব, ইমাম-মুয়াজ্জিনদের মসজিদ সংলগ্ন স্থানেই পারিবারিক আবাসন থাকা উচিৎ। এখন বেশীর ভাগ মসজিদে এই ব্যবস্থা নেই। পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন থাকায় তাঁরা নানা মানসিক চিন্তা ও চাপে থাকেন। এই অবস্থার অবসান ঘটলে তাঁরা ধর্মীয় কর্মকান্ড আরও সষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন।
মাহফিলে প্রধান অতিথি প্রখ্যাত আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভৈরবী বলেন- প্রিয় নবীর দুনিয়ায় শুভাগমন ঘটেছে বলেই মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগৎ অস্তিত্ব লাভ করেছে। অস্ত্রের শক্তি ও জবরদস্তির মাধ্যমে নয়; বরং দয়া, মহানুভবতা ও ভালবাসা দিয়ে মানুষের মন জয় করে ইসলামের ঝান্ডা উড়িয়েছিলেন মহানবী (সঃ)। নবী প্রেমে উজ্জীবিত হয়ে শত বাধা-বিপত্তি মোকাবেলা করে নানা ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে ইসলামের সেই ঝান্ডা দেশে-দেশে উড়িয়েছেন ও জনকল্যণে কাজ করেছেন পীর-ওলীরা। হযরত শাহ্মিরান (রহ:) আল্লাহর ওলী । অন্যদিকে পীরানে পীর গাউসুল আজম দস্তগীর হযরত আবদুল কাদের জিলানী (রহ:) এর পৌত্র। আল্লহপাকের নৈকট্য ও প্রিয়নবী (সঃ) এর সন্তুষ্ঠি ও সুপারিশের ভাগিদার হওয়া কেবল নবী (সঃ) এর নির্দেশিত পথেই সম্ভব।
মাহফিলে মানুষের ঢল নামে, কাঞ্চনপুর দরগাহ্ শরীফ ময়দান ছাপিয়ে পাশের ওয়াপদা, ইউপি অফিস মাঠ, চৌধুরী বাজার, কাটাখালী এলাকার রাস্তায় বসে হাজার হাজার মানুষ মাহফিলে অংশ নেন।
সভায় আরও বক্তব্য রাখেন, মোফাচ্ছেরে কোরআন পীরজাদা নাজমুল হক আখন্দ, মুফতি আবুল হাশেম মিয়াজি, মাওলানা রুহুল আমিন প্রমুখ।
