রবিবার, ৪ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকীতে লক্ষ্মীপুরে র‌্যালী ও আলোচনা সভা

ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকীতে লক্ষ্মীপুরে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ইত্তেফাকের হীরক জয়ন্তী পেরিয়ে ৬৫তম বর্ষে পর্দাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রোজ গার্ডেন চাইনিজ এন্ড পার্টি সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়। কেক কেটে ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ইত্তেফাকের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো. আবদুল মালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। বিশেষ অতিথি ছিলেন- বিএমএ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, লক্ষ্মীপুর শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. বাবুল হোসাইন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার, কামাল হোসেন ও সিনিয়র সহ-সভাপতি এম জে আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইত্তেফাকের রামগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, রায়পুর উপজেলা প্রতিনিধি এম আর সুমন ও কমলনগর উপজেলা প্রতিনিধি এম এ মজিদ। এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ইত্তেফাক পাঠক ফোরাম, নন্দন ফাউন্ডেশনের সদস্য, জেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিননম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তাঁর পরিবারবর্গকে এবং এর নির্মাণ শৈলীকে যারা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছেন। তাদের অন্যতম প্রয়াত মজলুম জননেতা মাও. আবদুল হামিদ খান ভাসানী ও গণতন্ত্রের মানষপুত্র প্রয়াত হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। সভায় বাংলা ও বাঙ্গালীর ৬৫ বছরের ইতিহাসের স্বারথী ও বাঙ্গালীর সংগ্রামের ভ্যানগার্ড দৈনিক ইত্তেফাকের অগ্রযাত্রার শুভ-কামনা করা হয়।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap