রবিবার, ৪ জুন ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

আইপিএলের নিলাম ২৭ ও ২৮ জানুয়ারি

আইপিএলের নিলাম ২৭ ও ২৮ জানুয়ারি

খেলা প্রতিবেদক: ইন্ডিয়ার প্রিমিয়ার লীগের (আইপিএল) একাদশতম আসরের নিলাম আগামী জানুয়ারি মাসের ২৭ ও ২৮ তারিখ ভারতের ব্যাঙ্গালুরু শহরে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  এবারের আইপিএলে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। আর চুক্তি অনুযায়ী বাদ পড়ছে রাইজিং পুনে ও গুজরাট লায়নস। এবার দলগুলো গত আসরে খেলা পাঁচ জনের বেশি খেলোয়াড় ধরে রাখতে পারবে না। তাতে সর্বোচ্চ তিনজন ভারত জাতীয় দলের খেলোয়াড়, দু’জন বিদেশী বা দু’জন ভারত জাতীয় দলে অভিষেক না হওয়া খেলোয়াড় রাখতে পারবে দলগুলো। এ বছর নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থ ব্যয়ের পরিমাণও বাড়ানো হয়েছে। আগে একটা ফ্র্যাঞ্চাইজি ৬৬ কোটি টাকা খরচ করতে পারলেও এবার তা বেড়ে হয়েছে ৮০ কোটি টাকা।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap