নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে শ্রমিক লীগের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে লক্ষ্মীপুর পৌর শ্রমিক লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর পৌর শ্রমিক লীগের সভাপতি হেলাল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলে কমিটির আহবায়ক মামুনুর রশিদ।
পৌর কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ান হোসেন রানাএ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির যুগ্ম-আহবায়ক ইউছুফ পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বেল্লাল ক্বারী, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, সাবেক জেলা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন ও পৌর শ্রমিক লীগ নেতা মো. মোহন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ বলেন, শ্রমিক লীগ সর্বদা অসহায় কর্মঠ মানুষের পাশে রয়েছে। যেকোন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় শ্রমিক লীগের নির্দেশনা পালনে আমরা বদ্ধপরিকর। নেতাকর্মীদের সহযোগীতায় লক্ষ্মীপুরে শ্রমিক লীগ দক্ষ সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।
অসহায় কর্মঠদের পাশে আছে লক্ষ্মীপুরের শ্রমিকলীগ
