
কন্যা সমাচার
আমার বিয়ের দেড় বছর পরেই একটি কন্যা সন্তান জন্ম নিল। কন্যা সন্তান জন্মের পরে তাকে কোলে নিয়ে আমি যতটা খুশি হয়েছি আমার স্ত্রী ও বোধহয় ততটা খুশি হতে পারেননি। এর বিশেষ একটি কারণ রয়েছে অনেক পরিবারের স্বামী এবং শশুর শাশুড়ি পুত্র সন্তানের আশায় থাকেন। কন্যা সন্তান জন্ম দেয়ার দায়ে স্বামীসহ এমন কি শ্বশুর শাশুড়ির হাতে নির্যাতনের ঘটনা রয়েছে অনেক। আমার কন্যা জন্মের পরেই তাকে বেশি বেশি কোলে নেওয়া ও আদর করার কারণেই হয়তো পুত্রসন্তানের বিষয়টি আমার পরিবারে কেউ টানতে পারেননি। আমার আবেগ, আমার অনুভূতি, আমার ভালোবাসা সব কিছুই কন্যার ওপর ভর করেছে। কন্যার বয়স পাঁচ মাসের মাথায় সে আমাকে বাবা বাবা বলে ডাকত। পাঁচ মাসের বাচ্চারা প্রায় কথা বলা অসম্ভব। বিষয়টি হয়তো বাবা ডাক শুনার অধির আগ্রহটা আমার মাথায় চেপে বসেছে তাই কন্যার মুখের গুন গুন শব্দ বাবা বলার মত করে শুনাচ্ছে।দু’বছর বয়স থেকে তার সকল কাজে আমি। আমার