
লক্ষ্মীপুর মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রহিম, সম্পাদক হেলাল
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার লক্ষ্মীপুর জেলা শাখার শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আবদুর রহিম সভাপতি ও মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকালে ভবানীগঞ্জ খাজা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার মাস্টার মো. ইউছুফ জানান, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার লক্ষ্মীপুর জেলা শাখার শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে মাওলানা আবদুর রহিম ৬৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।