
কমলনগরে জমে উঠেনি কৃষি মেলা
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে তিনদিন ব্যাপি শুরু হওয়া কৃষি মেলা জমেনি। নেই ক্রেতা এবং দর্শনার্থীর ভিড়।
মেলার দ্বিতীয় দিন সোমবার তেমন একটা দর্শনার্থী লক্ষ্য করা যায়নি। কৃষি মেলায় নেই কৃষকদের উপস্থিতি। স্টলে নেই বেচাবিক্রি।
গাছের চারা বিক্রয়ের কয়েকটি স্টল ঘুরে জানা যায়, ব্যবসায়ীদের অনাগ্রহ ও হতাশার কথা।
ফারিয়া নার্সারির মালিক মো. ফারুক গাছের চারার স্টল দিয়েছেন কৃষি মেলায়। তিনি আক্ষেপ করে বলেন, মেলা জমে উঠেনি। দর্শনার্থী নেই। যে কারণে বিক্রিও নেই। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ২৬০ টাকার গাছের চারা বিক্রি করেছেন। তিনদিনের মেলায় তার শ্রমিক-কর্মচারীর খরচও উঠবেনা।
দায়সারাভাবে মেলার আয়োজন, মেলার স্থান নির্বাচনের দুরদর্শিতার অভাব, দর্শনার্থী ও কৃষককে মেলামুখি করতে সময়োপযোগী উদ্যোগ না নেওয়ায় এমন পরিস্থিতি হয়েছে বলে জানান অনেকেই।
কমলনগরে ৩ দিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়।