
পাপুলের আসনে আলোচনায় অ্যাডভোকেট নয়ন
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর প্রতিনিধি কুয়েতে সাজাপ্রাপ্ত কাজী শহীদুল ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা মনোনয়ন পেতে আঁটঘাট বেঁধে নেমেছে। তবে এ আসনে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন আলোচনার শীর্ষে রয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি পাপুলের পদ শূন্য ঘোষণার পর থেকেই রাজনৈতিক ব্যক্তিদের বৈঠকে আলোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নয়নের পক্ষে প্রচারণা চালাচ্ছে নেতাকর্মীরা। এ আসনে নৌকার কান্ডারি হিসেবে নয়নকে চাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা।
এদিকে সুখে দুঃখে অ্যাডভোকেট নয়নকে তৃণমূলের নেতাকর্মীরা সবসময় কাছে পাচ্ছেন বলে জানিয়েছেন সংসদীয় আসনের ১০ টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা। নয়ন একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন। পাপুলের আসনে আওয়ামী লীগের নয়নকে নৌকার মাঝি করে পাঠালে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। সংসদীয় আসনের উন্ন