নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
প্রস্তুতি সভার প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. জহির উদ্দিন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ জুয়েলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
কমলনগরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
