মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

রামগতির ছাত্রদল ও যুবদলের ২ নেতা গ্রেফতার

রামগতির ছাত্রদল ও যুবদলের ২ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হান্নান (২৮) ও চরগাজী ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইদুলকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রদল নেতা হান্নানকে কমলনগর থেকে ও যুবদল নেতা সাইদুলকে রামগতির নুরীয়া হাজিরহাট থেকে গ্রেফতার করে পুলিশ।

হান্নান উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর গ্রামের আবদুল বারেকের ছেলে। সাইদুল চর গাজী ইউনিয়নের বাসিন্দা।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম ছায়েদের রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সদর হাজিরহাট থেকে ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap