মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

১৪ ও ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগীতা

১৪ ও ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগীতা

লক্ষ্মীপুর : শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে আগামি ১৪ ও ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন, রচনা, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। লক্ষ্মীপুর শিশু একাডেমী জেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল জব্বার বলেন, জেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ৩টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্রাংঙ্কন প্রতিযোগীতায় ‘ক’ বিভাগ ১ম থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত, ‘খ’ বিভাগ ৫ম থেকে ৭ম শ্রেণি ও ‘গ’ বিভাগ ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। রচনা প্রতিযোগীতার বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবী দিবস। এতে ‘ক’ বিভাগ ১ম থেকে ৪র্থ শ্রেণি ও খ বিভাগ ৫ম থেকে ৭ম শ্রেণি অংশগ্রহণ করতে পারবে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় চিত্রাঙ্কন, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগীতার আয়োজন রয়েছে। এতে ৩ বিভাগে ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগীতায় বিজয়ীদের লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap