নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এই বৃদ্ধ কে ? তিনি কথা বলতে পারেন না। তবে তার আকুতি স্বজনদের কাছে ফেরার। উপজেলা প্রশাসন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বৃদ্ধকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে চেষ্টা অব্যাহত রেখেছেন। রোববার (২০ মে) সন্ধ্যা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল কারিম রাজিব স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। এরআগে গত ১৪ মে রাতে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এরপর থেকে এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ওই বৃদ্ধকে কমলনগর থানা পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ধারনা করা হচ্ছে বৃদ্ধ পূর্বে কখনো স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হওয়া কথা বলতে পারছেন না। তিনি বার্ধক্যজনিত রোগেও ভুগছেন। তাকে স্বজনদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করা হচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করা হয়েছে।
স্বজনদের কাছে ফেরার আকুতি বৃদ্ধের
