মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

সামাদ ও বালিকা বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার

সামাদ ও বালিকা বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক :  লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১ হাজার ৬৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। এ পরীক্ষার ফলাফল আগামিকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রকাশ করা হবে। ওইসব বিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল দেখা যাবে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০ থেকে ১২ পর্যন্ত ২ ঘন্টা এ পরীক্ষা চলে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক হোমায়রা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান পরীক্ষার হল পরিদর্শন করে। বিদ্যালয় সূত্রে জানা যায়, সামাদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির প্রাত শাখায় ৩৫০ জন ও দিবা শাখায় ৩২৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া সপ্তম থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৮৭ শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন । অন্যদিকে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাত শাখায় ৩৫২ ও দিবা শাখায় ৩২৮ জন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা দিয়েছেন। এছাড়া সপ্তম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। দুই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির জন্য এসব পরীক্ষার্থীদের মধ্য থেকে প্রাত ও দিবা শাখায় ১২০ জন করে ৪৮০ জন শিক্ষার্থীকে মনোনীত করা হবে বলে জানিয়েছেন সংশ্লীষ্ট কর্তৃপক্ষ।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap