নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের তরুন সাংবাদিক শাহ মনির পলাশের খুনিদের গ্রেফতার দাবীতে গ্রামজুড়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে স্থানীয় মাছিমনগর এলাকার মাসুম শাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় আশপাশের বেশ কয়েকটি মসজিদের মুসল্লীরা মিছিলে অংশ নেন। পরে মিছিলটি গ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাছিমনগর জমিসংক্রান্ত বিরোধে দৈনিক রুপবানী পত্রিকার জেলা প্রতিনিধি পলাশকে তার দুই জেঠাতো ভাই পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিহতের বাবা মনির হোসেন লক্ষ্মীপুর সদর থানায় বাদি হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা করেন। তিন আসামির মধ্যে ফয়েজুন নেছা গ্রেফতার হয়েছেন । অপর দুই আসামি পলাতাক রয়েছেন।
সাংবাদিক পলাশের খুনিদের গ্রেফতার দাবিতে গ্রামজুড়ে বিক্ষোভ
