নিজস্ব প্রতিবেদক :
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন বলেন, শেখ হাসিনার কারনে নারীরা বিশ্বমঞ্চে অধিকার ফিরে পেয়েছে। তিনি বাংলার মানুষের আস্থার প্রতিক। তার নেতৃত্বেই সমৃদ্ধ দেশ হিসেবে সারাবিশ্বে বাংলাদেশ পরিচিতি পাচ্ছে।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বীনা রহমানের সভাপতিত্বে বালিকা বিদ্যা নিকেতন মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাংসদ মোহাম্মদ আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার শিউলি।
শেখ হাসিনার কারনে নারীরা বিশ্বমঞ্চে অধিকার ফিরে পেয়েছে
