রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনিক ব্যবস্থা : জেলা ছাত্রদলের সভাপতি

শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনিক ব্যবস্থা : জেলা ছাত্রদলের সভাপতি

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি শনিবার (১৬ ডিসেম্বর) ঘোষণা করে জেলা ছাত্রদল। দুইদিন পর সোমবার (১৮ ডিসেম্বর) পদবঞ্চিতরা পাল্টা কমিটি করে। তবে, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল শক্ত অবস্থানে। এব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ বলেন, কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা সাপেক্ষে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করা হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন করে পৌর কমিটি ঘোষণা করা হয়। পদবঞ্চিত কয়েকজন অবৈধভাবে পাল্টা কমিটি করেছে বলে শুনেছি। বিষয়টি সংগঠন বিরোধী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, শনিবার (১৬ ডিসেম্বর) জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন ১৭ সদস্যের পৌর কমিটি ঘোষণা করেন। এতে দেলোয়ার হোসেন শিমুলকে আহবায়ক ও আবুল বারাকাত সৌরভকে সদস্য সচিব মনোনীত করা হয়।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap