মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

শুক্রবার ক্রোধ প্রকাশ করবেন ফিলিস্তিনিরা

শুক্রবার ক্রোধ প্রকাশ করবেন ফিলিস্তিনিরা

স্বাধীনতাকামী সংগঠন- হামাসের ডাকে শুক্রবার ফিলিস্তিনজুড়ে পালিত হবে ‘ডে অব রেজ’ বা ‘ক্রোধ প্রকাশের দিন’।

গাজা ও পশ্চিম তীরে পালিত হবে ‘ডে অব রেজ’। কর্মসূচি উপলক্ষে পবিত্র আল-আকসা মসজিদে জুম্মার নামাজের পর উত্তেজনা বাড়তে পারে- এমন আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়িয়েছে ইসরাইল।

এর আগে বুধবার, সারা বিশ্বকে উপেক্ষা করে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এরপরই শুরু হয় বিক্ষোভ।

বৃহস্পতিবারের বিক্ষোভে ইসরাইলি বাহিনীর হামলায় ৩১ জনের মতো আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রাবার বুলেট ও গুলিতে আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তেলআবিবের দাবি, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে ৩টি রকেট ছোঁড়া হয়। এর জবাবেই বাড়ানো হয়েছে সামরিক তৎপরতা। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে ছোঁড়া হয়েছে রাবার বুলেট।

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap