রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

শীর্ষে শাহরুখ-দীপিকা

শীর্ষে শাহরুখ-দীপিকা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার প্রকাশ করেছে চলতি বছর টুইটারের সর্বাধিক আলোচিত ব্যাক্তিদের তালিকা। সে তালিকায় পুরুষদের মধ্যে বছর জুড়ে আলোচনার শীর্ষে ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। আর নারীদের মধ্যে তালিকার প্রথমে রয়েছেন দীপিকা পাডুকোন। গত বছর নারীদের তালিকার শীর্ষে ছিলেন প্রিয়াংকা চোপড়া। টুইটারের এ প্রতিবেদন নিয়ে শাহরুখ বলেন, ‘টুইটার আমার জন্যে একটি আনন্দের জায়গা। এখানে যেকোনো গঠনমূলক সমালোচনাকে সাধুবাদ জানাই।’ তবে দীপিকার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়াও চলতি বছরে বিয়ের ঘোষণা দিয়ে করা আনুশকা শর্মার টুইটটিকে টুইটার দিয়েছে ‘গোল্ডেন টুইট অব দ্য ইয়ার’ খেতাব। এবং টুইটারে সর্বাধিক আলোচিত ছবির নাম ছিলো ‘বাহুবলী ২’। এ ছবিটির জন্য সর্বাধিক ১ মিলিয়নবার রিটুইট হয়েছে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap