মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

শিশুদের ছবি আঁকা প্রতিযোগীতা

শিশুদের ছবি আঁকা  প্রতিযোগীতা

জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণকে প্রামণ্য দলিলের স্বীকৃতি দিয়েছে। এ উপলক্ষে লক্ষ্মীপুরে ছবি আঁকা প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। শুক্রবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর শিশু একাডেমী এ আয়োজন করে।

প্রতিযোগীতা শেষে লক্ষ্মীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল জব্বারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লক্ষ্মীপুর জেলা ইউনিট কমান্ডার বাবু কাজল কান্তি দাস।

অনুষ্ঠানে কাকলি শিশু অঙ্গনের প্লে-শ্রেণির ছাত্র ও শিশু একাডেমী চিত্রাংকন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আহমেদ শেহজাদ যিয়ান বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেয়। এসময় উপস্থিত ছিলেন-চিত্রাংনের শিক্ষিকা সুলতানা মাছুমা রিতুসহ অভিভাবক ও শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অংশগ্রহকারী সকল শিশুকে দেয়া হয় বই উপহার।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap